Posts

Showing posts from October, 2022

কথামালা

Image
 #দুর্গাপুজো -২০২০   #দৃশ্য থেকে দৃশ্যান্তরে @জয়িতা হালদার ঘোষ                 (১) ঘুম ভেঙেই সকালের রোদের আভাসে শরীর-মন স্নিগ্ধ হয়ে উঠলো উদিতার। কিন্তু পরক্ষণেই মনে হলো,আজ দশমী।বিজয়া দশমী।গত কয়েকদিনের উৎসবের শেষদিন। এরপর কি হবে?  গত দীর্ঘ সাতমাস ধরে যে কাজের অভাব ছিল,মাত্র কয়েকটা দিন তা ঘুচেছিল ,মা দুর্গার পুজোর আবহে। কিন্তু কাল থেকে কি হবে? একটা ছোট্ট বুটিকের মালকিন পুজোর জন্য বেশী লোক প্রয়োজন বলে তাকে কাজ দিয়েছিলেন, বুটিকের শাড়ি-কুর্তি-গয়নার সম্ভার ক্রেতাদের দেখানোর জন্য। কিন্তু ,পুজোর শুরু থেকেই খরিদ্দার কমছিল। গতকালই ঐ মালকিনদিদি, বলেছেন,আজই কাজটার শেষদিন।এখন তো আর এত ভিড় থাকবে না।তাই তাকেও আর দরকার নেই।আরো একজন মেয়ে আছে -- ওঁনার পরিচিত পরিবারের।তাকে দিয়েই সব কাজ চলে যাবে। একরাশ দুশ্চিন্তা নিয়ে, ঘরের কাজ সারতে সারতে উদিতা ভাবলো আর কি-- আবার লোকের দোরে দোরে ঘুরে কাজ জোগাড় করতে হবে এবার।অসুস্থ বাবাকে‌ নূন্যতম ওষুধ খাবারটা তো দিতেই হবে তাকে। *********************************           ...